ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি বিক্রি ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

নিলামে তোলা হল কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের বিখ্যাত সেই ব্যগি গ্রিন ক্যাপ। অভিষেক টেস্টের এই ক্যাপটি ব্র্যাডম্যান ১৯৪৯ সালে উপহার দিয়েছিলেন অ্যাডিলেডে তার প্রতিবেশি ও পারিবারিক বন্ধু পিটার ডানহ্যামকে।

badman | newsfront.co

১০ লাখ ডলার প্রতারণার দায়ে এই বছরের শুরুতে ৮ বছরের জেল হয় ডানহ্যামের। এরপর স্যার ডনের সেই ক্যাপ নিলামে তোলা হয়।স্যার ডনের ক্যাপ নিলামে উঠবে আর হইচই পড়বে না, সেটা হতেই পারে না। কিংবদন্তি ব্যাটসম্যানের অভিষেক টেস্টের ক্যাপ সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে কিনে নিয়েছেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান।

আরও পড়ুনঃ মায়ের মৃত্যুতে দেশে না ফিরে পেশাদারিত্বের নজির গড়লেন কিবু

সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ার ডলারে বিক্রি হওয়া ব্র্যাডম্যানের এই ক্যাপ এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেট স্মারক। বছরের শুরুতে আরেক অজি কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন ওয়ার্ন।

আরও পড়ুনঃ দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত ওয়ার্নার

এই ব্যাগি গ্রিন পরে অভিষেক টেস্টে অবশ্য খুব ভালো করতে পারেননি ব্র্যাডম্যান। ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে সেই ম্যাচে তিনি দুই ইনিংসে করেছিলেন ১৮ ও ১ রান । তবে এরপর যা করেছেন, তা এখন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। আদৌ করতে পারবে কিনা সন্দেহ আছে। ব্র্যাডম্যানকে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান বলে মনে করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here