নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভারতে পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য দায়ী রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, সাফাই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে ন’দিনে ৮ বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। দেশের প্রথম শহর মুম্বাই যেখানে ডিজেল ছাড়িয়েছে ১০০ টাকার গন্ডি।
পেট্রো পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানির দাম বাড়ছে। ঐ দুই দেশের মধ্যে যুদ্ধ চললেও বিভিন্ন দেশে তার পরোক্ষ প্রভাব পড়ছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্যাহত হচ্ছে তেল সরবরাহও। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করতে চলেছে সরকার বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মোদী জামানায় দৈনিক অন্তত ১০০ কোটি টাকা জালিয়াতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে, আরবিআই রিপোর্টে প্রকাশ
বুধবার লিটার প্রতি ৮০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের মূল্য । আজ মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১১৫.৮৮ টাকা, ডিজেল ১০০.১০ টাকা। দিল্লিতে বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে দাঁড়ালো যথাক্রমে ১০১.০১ ও ৯২.২৭ টাকা। স্বস্তিতে নেই কলকাতাও। শহরে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১১০.৫২ টাকা, ডিজেল প্রতি লিটার ৯৫.৪২ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোল ১০৬.৬৯ টাকা ও ডিজেল ৯৬.৭৬ টাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584