নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম, এই নিয়ে টানা চারদিন। ভোট মিটতেই পাঁচ রাজ্যেই বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯১টাকা ১৪ পয়সা। সেই দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৪১ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১টাকা ২৭পয়সা।
Price of petrol & diesel in #Delhi at Rs 91.27 per litre and Rs 81.73 per litre respectively today
Petrol & diesel prices per litre – Rs 97.61 & Rs 88.82 in #Mumbai, Rs 93.15 & Rs 86.65 in #Chennai and Rs 91.41 & Rs 84.57 in #Kolkata
(file photo) pic.twitter.com/JiabpnszvG
— ANI (@ANI) May 7, 2021
মূল্যবৃদ্ধি ডিজেলেও, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৫৭ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮১.৭৩ টাকা। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম না কমলে আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে পেট্রোল ডিজেলের মূল্য, এমনটাই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ রাজধানী, শতাব্দী সহ একাধিক স্পেশাল ট্রেন বাতিল করল ভারতীয় রেল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584