মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। উৎসবের মরশুমে জ্বালানির রেকর্ড হারে দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার কারণেই ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।
সর্বভারতীয় তেল সংস্থাগুলির ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় লিটার প্রতি ২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আর লিটার প্রতি ৩০ পয়সা বেড়েছে ডিজেলের দাম। ফলে কলকাতায় মঙ্গলবার পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৩৬ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ১৭ পয়সা।
মঙ্গলবার পেট্রোলের দাম দিল্লিতে প্রতি লিটারে ২৫ পয়সা বাড়ানো হয়েছে৷ ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে লিটার প্রতি ৩০ পয়সা৷ বর্তমানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে ১০২.৬৪ টাকা ৷ ডিজেলের দাম হয়েছে প্রতি লিটার ৯১.০৭ টাকা ৷
আরও পড়ুনঃ ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভ্রাট! ৬ ঘন্টায় ৬০০ কোটি ডলার সম্পত্তি খোয়ালেন জুকারবার্গ
আজ মঙ্গলবার মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৬৭ পয়সা আর ডিজেলের দাম ৯৮ টাকা ৮০ পয়সা। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটার ৯৫ টাকা ৫৯ পয়সা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584