ফের বাড়ল পেট্রোলের দাম, টানা চারদিন ঊর্ধ্বমুখী ডিজেলের মূল্যও

0
79

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

উৎসবের মরশুমে লাগাতার বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেলের মূল্য। ফলে মাথায় হাত আমজনতার। ১৪ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর নবমী থেকে আজ, রবিবার পর্যন্ত লাগাতার ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। গত তিন সপ্তাহে এ নিয়ে মোট ১৯ বার দাম বাড়ল ডিজেলের। ১৬ বার বাড়ল পেট্রোলের দাম। যতদিন যাচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম।

Petrol diesel price

এভাবে দাম বাড়তে থাকলে আর কিছুদিনের মধ্যেই কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১১০ টাকা পেরিয়ে যাবে। উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যেরও। সবমিলিয়ে অগ্নিমূল্যের কারণে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের।

শনিবার রাত ১২টার পর থেকে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা পর্যন্ত। গতকাল শনিবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ১০৬ টাকা ১০ পয়সা। এদিন পেট্রোলের দাম আরও ৩৩ পয়সা বাড়ল। আজ, রবিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.৪৩ টাকা।

আরও পড়ুনঃ দেশে ২ লক্ষের নীচে নামল অ্যাকটিভ কেস, কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

অন্যদিকে, ডিজেলের দামও কিছুটা বাড়ল। বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ৯৭.৬৮ টাকা। কলকাতার পাশাপাশি দিল্লি ও মুম্বইয়েও জ্বালানির দাম বৃদ্ধি পেল। আজ, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫.৮৪ টাকা ও প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.৫৭ টাকা। মুম্বইয়ে লিটারপিছু পেট্রোলের দাম বাড়ল ৩৪ পয়সা। বর্তমানে মুম্বইয়ে লিটারপিছু পেট্রোল কিনতে হচ্ছে ১১১.৭৭ টাকা খরচ করে। মুম্বইয়ে প্রতি লিটার ডিজেলের দামও ৩৭ পয়সা বেড়েছে। সেখানে এক লিটার ডিজেলের দাম ১০২.৫২ টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here