নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দফায় দফায় বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের মূল্য। এ বছরের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি পেট্রোলে। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯১টাকা ৯২ পয়সা। সেই দাম বেড়ে হয়েছে ৯২ টাকা ১৬ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকা ০৫ পয়সা। মুম্বাইয়ে পেট্রোলের দাম দাড়িয়েছে ৯৮ টাকা ৩৬পয়সা।
গত তিনদিন ধরে ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের মূল্য। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৪৫ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮২.৬১ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৭৫ টাকা।
আরও পড়ুনঃ বন্দুকবাজের হামলা রাশিয়ার এক স্কুলে, নিহত ৭ শিশু
আংশিক লকডাউন, কারফিউ-র কারণে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ, তার ওপর পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে আমজনতার। পেট্রোল ডিজেলের দাম বাড়ার সাথে অত্যাবশকীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584