নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ সামলাতে মোদি সরকারের ব্যর্থতার সমালোচনা বিশ্ব জুড়ে। কুম্ভ মেলা থেকে নির্বাচনী সভায় লোক সমাগম নিয়ে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক মিডিয়া উঠতে বসতে দায়ী করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
"Have never ever seen such huge crowds at a rally": PM Modi in Asansol #WestBengalPolls #ElectionsWithNDTV pic.twitter.com/5SOspgdJKZ
— NDTV (@ndtv) April 17, 2021
👆👆 পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে আসানসোলের সভায় প্রধান মন্ত্রী নিজে দাবি করছেন এমন ভিড় তিনি আগে দেখেননি!
এমনকি বিশ্ব বিখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের সম্পাদকীয়তে পর্যন্ত করোনা অতিমারীতে ভারতীয় নাগরিকদের বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে শুধুমাত্র মোদিকেই। একদিকে জাতীয় বিপর্যয় অন্যদিকে জাতীয় লজ্জা, দুই নিয়ে নাস্তানাবুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Death is big news, recovery is not. Do we know that more than 85% people recover without hospitalization and only 5% need critical care. But the larger debate in the country is not about recovery or death: it is about who should be blamed for the pandemic. https://t.co/O3zmOoN935
— Amit Malviya (@amitmalviya) May 11, 2021
👆👆বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের টুইট
এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আসরে নেমেছে বিজেপির আইটি সেল। শুধু তাই নয় এবার আসরে স্বনামধন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ‘দ্য গার্ডিয়ান’এর প্রায় একই নামধারী “দ্য ডেইলি গার্ডিয়ান”। পত্রিকাটিতে ১১মে প্রকাশিত ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড মোকাবিলায় দুর্দান্ত কাজ করছেন, বিরোধীদের অপপ্রচারে যাতে মানুষ বিভ্রান্ত না হন’ শীর্ষক আর্টিকেলে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করা হয়েছে।
I just saw PM MODI HAS BEEN WORKING HARD; DON’T GET TRAPPED IN THE OPPOSITION’S BARBS – Click to see also ☛ https://t.co/eqwxr5s4jQ
— Kiren Rijiju (@KirenRijiju) May 11, 2021
👆👆আর্টিকেলটি শেয়ার করেছেন মন্ত্রী কিরণ রিজিজুও
কেন্দ্রের বড় বড় মন্ত্রী থেকে নেতা সকলেই হুড়মুড়িয়ে সেটি শেয়ার করে একেবারে হুলুস্থুল বাধিয়ে ফেলেন সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু এই অতি বাড়াবাড়ির ফলেই আর শেষ রক্ষা হলো না।একে তো ভাষায় গন্ডগোল! ‘দ্য গার্ডিয়ান’ ই হোক আর ‘দ্য ডেলি গার্ডিয়ান’ই হোক তাদের কি দায় পড়েছে ভারতের নির্বাচনী প্রচারের সুরে ‘বিরোধীদের অপপ্রচার’ নিয়ে মাথা ঘামানোর! আর এত মন্ত্রী আর মোদী ভক্তরা আর্টিকেলটি শেয়ার করতে শুরু করলেন যে বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থার কাছে পৌঁছে গেল খবরটা এবং যথারীতি জানা গেল ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘দ্য ডেইলি গার্ডিয়ান’ একেবারেই দুটি ভিন্ন সংস্থা।
#TheDailyGuardian | Sharpest Kid On The Block: ITV Network launches The Daily Guardian newspaperhttps://t.co/QoyQW8GSMI
— NewsX (@NewsX) February 8, 2021
👆👆দ্য ডেইলি গার্ডিয়ান এর উৎপত্তি 👆👆
দ্য নিউজলন্ড্রি’র প্রতিবেদন আবার জানালো এই ডোমেইন এর আত্মপ্রকাশ ২০০৭ সালে। মূলত ফেক নিউজ ছড়ানোই এদের কাজ! এমনকি কাঠুয়া ধর্ষণকাণ্ডে যখন সরকার একটু টালমাটাল পরিস্থিতিতে, তখনও এই ডোমেইন ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ফেক খবর ছড়াতে।
Clicked on the three links on the website, Twitter, Facebook and YouTube. This is what I found. None is verified. Check number of followers and subscribers. No details of location/office even, no landline number, names of authors, editors etc. pic.twitter.com/xmxMQGIVJw
— Pankaj Jain (@pj77in) May 11, 2021
প্রশ্ন উঠছে সরকারের প্রধানের মান বাঁচাতে দেশের নেতা মন্ত্রীরা, যাঁদের নাকি এই মুহূর্তে করোনা মোকাবিলায় ব্যস্ত থাকার কথা ছিল, তাঁরা এত নিম্ন মানের সংস্থার আর্টিকেল শেয়ার করতে ব্যাস্ত কেন। দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে ,হাসপতালে বেড না পেয়ে কার্যত বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন, তখন নেতা মন্ত্রীদের এহেন আচরণ আক্ষরিক অর্থেই জাতীয় লজ্জার বিষয় বৈ কি!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584