নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গান্ধীজির জন্মদিনেই রেকর্ড স্পর্শ পেট্রলের দরে। শনিবার মুম্বই, নয়াদিল্লি ও কলকাতায় পেট্রল বিক্রি হল যথাক্রমে ১০৮ টাকা ১৯ পয়সা, ১০২ টাকা ১৪ পয়সা ও ১০২ টাকা ৭৭ পয়সায়।
সামনেই দুর্গা পুজো, আর তার আগেই ভোগাচ্ছে তেলের আকাশছোঁয়া মূল্য। রাজধানী নয়াদিল্লিতে শনিবার দাম বেড়েছে লিটারে ২৫ পয়সা, ৩০ পয়সা বেড়েছে কলকাতায়। শুক্রবারের চেয়ে ২৪ পয়সা দাম বেড়েছে মুম্বইয়ে। অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ায়, ভারতের পেট্রল পাম্পগুলোতে তার সরাসরি প্রভাব পরছে।
আরও পড়ুনঃ তৃণমূল প্রসাদপুর অঞ্চল কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালন চুনাখালিতে
ভারত পেট্রলিয়াম, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রলিয়ামের মত সরকারি তেল শোধনকারী সংস্থা প্রতিদিন বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার দামের উপর ভিত্তি করে দেশে পেট্রল ও ডিজেলের দাম ঠিক করে। গত ৩ বছরে সর্বোচ্চ রেকর্ড গঠন করে অক্টোবরের প্রথম দুদিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম রেকর্ড অঙ্ক ছুঁয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584