নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের আলীনান গ্ৰামে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও তমলুক বিধানসভার প্রার্থী হরেকৃষ্ণ বেরা।

এদিন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এলাকা পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে কথা বলেন।কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন -” আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে আসতে পেরে। নন্দীগ্রামে এখন পরিবর্তনের সংকেত।
আরও পড়ুনঃ পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে প্রস্তুত শুভেন্দু
এই পরিবর্তন শুভেন্দু অধিকারীর হাত ধরে হবে। মমতা দিদি বাংলার মানুষকে শুধু নিরাশা করেছেন। মাতঙ্গিনী হাজরা ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন। সেই রকম মাতঙ্গিনী হাজরার এলাকা থেকেও একই ভাবে পরিবর্তন করবে সাধারণ মানুষ।”
পাশাপাশি তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা বলেন, “এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি তাতে আগামী দিনে আমাদের জয় নিশ্চিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584