নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি নিবন্ধকরণের মেয়াদ বাড়লো আরও ৬ মাস। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৪ এপ্রিল পিএইচডি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পিএইচডি নিবন্ধকরণের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৬ মাস বাড়ানো হল।
৫, ৬ বা ৭ বছর পূর্ণ হওয়া রেজিস্ট্রেশনের সময়সীমা যাঁদের ৩১ আগস্ট, ২০২০ তারিখের মধ্যে শেষ হচ্ছে, তাঁদের সকলের পিএইচডি রেজিস্ট্রেশনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল। শুধু তাই নয়, এর পাশাপাশি ২৯ এপ্রিল ২০২০ তারিখে ইউজিসি-র দেওয়া নির্দেশিকাও প্রকাশ করা হয়।
এই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত শিক্ষার্থী প্রি-সাবমিশন সেমিনার উপস্থাপনের মতো অবস্থায় আছেন, তাঁরা যে কোনও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে উপস্থাপন করতে পারবেন। নির্দেশিকাও এও বলা হয় যে, শিক্ষার্থীরা সুপারভাইজারকে দিয়ে অনুমোদন করানো থিসিস ই-মেলের মাধ্যমে জমা দিতে পারবেন। যাঁরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারবেন, তাঁদের নিয়ম মতো পিএইচডি সেল-এ থিসিস-এর হার্ড কপি জমা দিতে হবে।
আরও পড়ুনঃ প্রয়াত কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়
তবে যাঁরা আসার মতো অবস্থায় নেই, তাঁরা পিডিএফ কপি ই-মেলে পাঠিয়ে দিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় চালু হলে তাঁদের অবশ্যই হার্ড কপি জমা দিতে হবে। রিভিউয়ের কাছ থেকে সম্মতি মিললে থিসিসটি এক্সামিনার বা পরীক্ষককে ই-মেল-এর মাধ্যমে পিডিএফ কপি পাঠানো হবে অথবা পোস্টঅফিসের মাধ্যমে হার্ড কপি পাঠানো হবে। পরীক্ষকদের রিপোর্টও ই-মেল-এর মাধ্যমে গ্রহণ করা হবে। ভাইভা অনলাইনেই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ এবার থেকে সপ্তাহে দু’দিন খোলা থাকবে যাদবপুরের সেন্ট্রাল লাইব্রেরি
এম.ফিল শিক্ষার্থীদের ক্ষেত্রেও সময়সীমা ৬ মাস বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা তাঁদের এমফিল থিসিস ই মেইল এর মাধ্যমে পিডিএফ কপি সুপারভাইজারকে পাঠাতে পারবেন। একইভাবে ১৫ জুলাই, ২০২০ থেকে এম. ই ও এম.টেক এর চূড়ান্ত বর্ষের থিসিস উপস্থান হবে অনলাইনেই। ভাইভা ভোসে হবে অনলাইনে। অর্থাৎ যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এভাবেই হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, এম.ফিল, এম.ই, এম.টেকের পরীক্ষাগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584