পিএইচডি রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

0
64

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি নিবন্ধকরণের মেয়াদ বাড়লো আরও ৬ মাস। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৪ এপ্রিল পিএইচডি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পিএইচডি নিবন্ধকরণের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৬ মাস বাড়ানো হল।

Jadavpur University | newsfront.co
ফাইল চিত্র

৫, ৬ বা ৭ বছর পূর্ণ হওয়া রেজিস্ট্রেশনের সময়সীমা যাঁদের ৩১ আগস্ট, ২০২০ তারিখের মধ্যে শেষ হচ্ছে, তাঁদের সকলের পিএইচডি রেজিস্ট্রেশনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল। শুধু তাই নয়, এর পাশাপাশি ২৯ এপ্রিল ২০২০ তারিখে ইউজিসি-র দেওয়া নির্দেশিকাও প্রকাশ করা হয়।

এই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত শিক্ষার্থী প্রি-সাবমিশন সেমিনার উপস্থাপনের মতো অবস্থায় আছেন, তাঁরা যে কোনও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে উপস্থাপন করতে পারবেন। নির্দেশিকাও এও বলা হয় যে, শিক্ষার্থীরা সুপারভাইজারকে দিয়ে অনুমোদন করানো থিসিস ই-মেলের মাধ্যমে জমা দিতে পারবেন। যাঁরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারবেন, তাঁদের নিয়ম মতো পিএইচডি সেল-এ থিসিস-এর হার্ড কপি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ প্রয়াত কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়

তবে যাঁরা আসার মতো অবস্থায় নেই, তাঁরা পিডিএফ কপি ই-মেলে পাঠিয়ে দিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় চালু হলে তাঁদের অবশ্যই হার্ড কপি জমা দিতে হবে। রিভিউয়ের কাছ থেকে সম্মতি মিললে থিসিসটি এক্সামিনার বা পরীক্ষককে ই-মেল-এর মাধ্যমে পিডিএফ কপি পাঠানো হবে অথবা পোস্টঅফিসের মাধ্যমে হার্ড কপি পাঠানো হবে। পরীক্ষকদের রিপোর্টও ই-মেল-এর মাধ্যমে গ্রহণ করা হবে। ভাইভা অনলাইনেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ এবার থেকে সপ্তাহে দু’দিন খোলা থাকবে যাদবপুরের সেন্ট্রাল লাইব্রেরি

এম.ফিল শিক্ষার্থীদের ক্ষেত্রেও সময়সীমা ৬ মাস বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা তাঁদের এমফিল থিসিস ই মেইল এর মাধ্যমে পিডিএফ কপি সুপারভাইজারকে পাঠাতে পারবেন। একইভাবে ১৫ জুলাই, ২০২০ থেকে এম. ই ও এম.টেক এর চূড়ান্ত বর্ষের থিসিস উপস্থান হবে অনলাইনেই। ভাইভা ভোসে হবে অনলাইনে। অর্থাৎ যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এভাবেই হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, এম.ফিল, এম.ই, এম.টেকের পরীক্ষাগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here