নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিগত চারদিন ধরে PHE জলের পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম, নয়নসুখ ও ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত প্রায় কয়েক হাজার পরিবারের মানুষদের।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েকদিন ধরে ফরাক্কার জাফরগঞ্জের PHE থেকে জলের পরিষেবা বন্ধ রয়েছে। ফলে জলের জন্য চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দারা আরো জানায়, নিত্যদিনের পানীয় জল ও অন্যান্য প্রয়োজনের জন্য এই PHE জলের উপর ভরসা, কিন্তু এই জলের পরিষেবা বন্ধ থাকায় এখন বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনতে হচ্ছে বা টিউব কলের জলে এনে নিত্য দিনের পরিষেবা করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে PHE-এর জলের পরিষেবা চালু করতে হবে।
আরও পড়ুনঃ ছাত্র যুব নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এসএফআই-এর প্রতিবাদ মিছিল জিবন্তীতে
অন্যদিকে, ফরাক্কা জাফরগঞ্জের PHE-র টেকনিক্যাল সুপার ভাইজার শোভন দে জানান, ভারী বৃষ্টির ফলে গঙ্গার জল বাড়ায় PHE পাইপে গঙ্গার বালি চলে আসায় বাধ্য হয়ে PHE -র জলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাইপ পরিষ্কার করার জন্য। আশা করি, খুব তাড়াতাড়ি আবার PHE -র জলের পরিষেবা চালু হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584