পুজোর গানঃ বাংলা পপ

0
122

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মাইকেল জ্যাকসন, অ্যাবা, ম্যাডোনা, নাজিয়া হাসান, আলিশা চিনয় এই সব নাম গুলো মনে করিয়ে দেয় পপ মিউজিকের এক সোনালি অধ্যায়ের কথা। সেই ধারাকে বাংলা গানে ফিরিয়ে আনার কাজে ব্রতী হয়েছেন দেবাঞ্জলি লিলি, বুটি এবং অভিরূপ। ‘ফিরে আয়’ গানটি মুক্তি পেল আমারা মিউজিক থেকে। ‘ফিরে আয়’ গানটি বাংলা সংগীতে সম্পূর্ণ নতুন একটি ঘরানার পরিচয় বহন করবে।

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও ভাল থাকার এক অন্যতম রসদ হল গান। তাই তিন গানবন্ধুর মধ্যে দেবাঞ্জলি লিলির কণ্ঠ নানা ওয়েব সিরিজ, টলিউডে ও দুই বাংলার নানা টিভি সিরিয়ালে শুনে থাকবেন। এবং ক্যাকটাস ব্যান্ডের দুই অতি পরিচিত মিউজিশিয়ান বুটি এবং অভিরূপ। এই তিনে মিলে নিয়ে এল ‘ফিরে আয়’।

আরও পড়ুনঃ মহাসপ্তাহে যমুনা-গীত ধামাকা

বুটি গানটির সুরারোপ করেন। অন্যদিকে অভিরূপ গানের লেখক। এবং দেবাঞ্জলি লিলি তাঁর মনমুগ্ধকর কন্ঠের জাদু দিয়ে গানটি রেকর্ড করে ফেলেন। গানটি আন্তর্জাতিক পপ মিউজিকের গুণাবলীকে মাথায় রেখেই করা হয়েছে। সায়ান ঘোষ সাউন্ড মিক্সিং করেন।

আরও পড়ুনঃ পুজোর গানঃ রূপঙ্করের কণ্ঠে ‘সময় থমকে দাঁড়ায়’

আজকের অডিও ভিজ্যুয়াল বিনোদনের যুগে, কেবলমাত্র ভাল মানের অডিও কোনও গানে পুরো ন্যায়বিচার করে না। এর জন্য একটি সমান আকর্ষণীয় মিউজিক ভিডিও থাকা দরকার। লকডাউনের সময়, সমস্ত বিধিনিষেধ মেনে, তাঁরা বাড়ি থেকেই ভিডিও গুলি তৈরি করেন।

গানটার এই আকর্ষণীয় মিউজিক ভিডিও অ্যাডির স্টুডিওয় তৈরি। এইভাবেই ‘ফিরে আয়’ এর যাত্রা শুরু হয়। নতুন মিউজিককে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বিশেষ ভাবে পরিচিত ‘আমারা মিউজিক’।সেখান থেকেই প্রকাশ পেল বাংলায় পপ গান ‘ফিরে আয়’।

প্রসঙ্গত, ‘এক সাথে যাই’- এর পর, এই তিন গানবন্ধুর লকডাউন পিরিওডে এটি দ্বিতীয় বাংলা পপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here