আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারে তিহার যোগ

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইন্ডিয়ান মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি তেহসিন আখতার ওরফে মনুর নাম জড়ালো রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির বাড়ির সামনে বোমা উদ্ধারের ঘটনায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে তিহার জেলে বন্দি অবস্থায় সে হামলার পরিকল্পনা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলে তেহসিন আখতারের সেল থেকে উদ্ধার হয় একটি মোবাইল ও সিম কার্ড। পুলিশের দাবি, ওই ফোন থেকেই টেলিগ্রাম চ্যানেল ‘জইশ উল হিন্দ’ তৈরি করে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছিল।

Mukesh Ambani house | newsfront.co

২৫ ফেব্রুয়ারি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে উদ্ধার হয় বোমা এবং সেই ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন জইশ উল হিন্দ। ওই গোষ্ঠীর টেলিগ্রাম চ্যানেলে থেকে দায় স্বীকার করা হয়। গাড়িতে ২০টি জিলেন্টিন স্টিক রাখাকে ‘শুধুই ট্রেলার’ বলে জানিয়েছিল জঙ্গি সংগঠনটি। এনআইএ-র হাতে ঘটনার তদন্ত ভার দেওয়া হয়, পাশাপাশি ওই ফোনের উৎস খুঁজতে তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল।

তদন্তে জানা যায় তিহার জেল থেকে মেসেজটি করা হয়েছিল। ২৬ ফেব্রুয়ারি চ্যানেলটি খোলা হয় ও ২৭ তারিখ ঘটনার দায় স্বীকার করা হয়। তদন্তে উঠে আসে তিহার জেলে বন্দি ইন্ডিয়ান মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি তেহসিন আখতারের সঙ্গে ওই টেলিগ্রাম চ্যানেলের যোগসূত্র রয়েছে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের মানুষ দিদিকে জবাব দেবেঃ কৈলাশ বিজয়বর্গীয়

মহারাষ্ট্র পুলিশের ডিসিপি (স্পেশাল সেল) প্রমোদ কুশওহা জানিয়েছেন,” বিশেষ সূত্রে খবর পেয়ে তিহার জেল কর্তৃপক্ষ একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে। ওই ফোন থেকে টোর ব্রাউজার ব্যবহার করে টেলিগ্রাম চ্যানেলটি খোলা হয়েছে ও জঙ্গি কার্যকলাপে ব্যবহার হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। তবে ফরেন্সিক পরীক্ষার পরই পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে।“

আরও পড়ুনঃ গণতন্ত্রের মাপকাঠিতে বাংলাদেশ নেপালের চেয়েও খারাপ অবস্থা ভারতের, সমীক্ষা রিপোর্ট

মুম্বই, হায়দ্রাবাদ, বারাণসী নাশকতা সহ ভারতে একাধিক বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিনের এই কুখ্যাত জঙ্গি তেহসিন আখতার ওরফে মনু। ২০১৩ সালে ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভাটকল গ্রেপ্তার হওয়ার পর থেকে তেহসিন আখতারই সংগঠনের দায়িত্বে ছিলেন। তেহসিনকে হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এনআইএ, আদালতে সেই দাবিও জানাবে জাতীয় তদন্তকারী সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here