নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
সোমবার রাতে সরকারি আধিকারিকরা সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে ছিলেন উড়ন্ত সরীসৃপের একটি ছবি। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলেইচ্চি জানিয়েছিলেন, ‘বিরল প্রজাতির ওই সরীসৃপের গাছের ডালে দেখতে পাওয়া যায়। ছবি তোলার পরে সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণত তাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, মালয়েশিয়া, জাভা, সুমাত্রার মতো দ্বীপে এই ধরনের সরীসৃপ দেখা যায়।’
কিন্তু বিষয়টি নিয়ে খটকা লাগে ডিএফও-র। তারপর শুরু হয় তদন্ত। কে ছবি তুলেছে খোঁজ নিতে শুরু করেন বন দফতরের আধিকারিকরা। আর যা জানা গেল তা জেনে কার্যত হতবাক অফিসাররা। মঙ্গলবার ডিএফও জানিয়েছেন,’এক নাবালক ছেলে নেট থেকে ডাউনলোড করে উড়ন্ত সরীসৃপের ছবি ছড়িয়ে ছিল। সে স্বীকার করেছে ঘটনার কথা। নাবালক বলেই তাকে সতর্ক করে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে। আগামী দিনে এরকম ভুল তথ্য যেন না ছড়ানো হয় বলে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584