নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
চার দিন ব্যাপী প্রত্নতত্ত্ব বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু হলো বালুরঘাটে।পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত প্রত্নতত্ত্ব সংগ্রহের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।বৃহস্পতিবার বালুরঘাটের মথুরায় নাট্যচর্চা কেন্দ্রে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় সাংসদ অর্পিতা ঘোষ ও জেলাশাসক দিপাপ প্রিয়া পি,তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অনেকে।
রাজ্য সরকারের উদ্যোগে প্রত্নতত্ত্ব বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে।দক্ষিণ দিনাজপুর জেলায় এই ধরনের প্রদর্শনী এই প্রথম।
জেলার অসামান্য ঐতিহাসিক গুরুত্ব যা অতীতে উন্নত সভ্যতার অংশ ছিল।এই জেলার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন প্রত্নতত্ত্ব ও আধিকারিক এর তত্ত্বাবধানে সমগ্র রাজ্যব্যাপী বিগত কয়েক বছর ধরে যে সমস্ত খননকার্য অনুসন্ধান ও সংরক্ষণের কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল সেই বিষয়গুলো প্রদর্শনীর মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হচ্ছে।মানুষদের সচেতন করতে এমনকি ছাত্র-ছাত্রীদের মনের মধ্যে এ বিষয়ে নতুন ভাবে উৎসাহ সৃষ্টি হবে বলে আশা করা যায়।
আরও পড়ুনঃ ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির বড়সড় রদবদল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584