পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ছোট্ট মেয়ে আদ্রিজা। যার দু চোখে স্বপ্ন ছিল স্বাভাবিকভাবেই আর পাঁচটা কন্যা সন্তানের মত বড় হয়ে উঠবে। কিন্তু সেই ছোট্ট বয়সে তার বড় হয়ে ওঠার পেছনে পথের কাঁটা হয়ে দাঁড়ায় তার বা পা । ঠিক যেন প্রখ্যাত নৃত্যশিল্পী সুধা চন্দন এর মত। সুধা চন্দন যেমন নিজে প্রতিবন্ধী হয়েও তার এক পায়ের জাদুতে লড়াই করে প্রমাণ করেছিল যে আদম্য ইছা ও মনের জোর যদি কারো থাকে তাহলে শত প্রতিবন্ধকতায় আসুক না কেন সে লড়াইয়ে জয়ী হবেই।
আর সেই লক্ষ্যে যেমন জয়ী হয়েছিল সুধা চন্দন। ঠিক সেই সুধা চন্দনের মত করে লড়াই করে পায়ের হাজারও সমস্যা থাকা সত্ত্বেও আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অদ্রিজা দাস আবারো নিজেকে প্রমাণ করলো হাম কিসিসে কম নেহি।
শারীরিক প্রতিবন্ধী শিল্পী নৃত্য শিল্পী। সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মাত্র ৮ বছরের অদ্রিজা দাস স্বপ্ন দেখছে আবারও গত বছরের মতো বিদেশ থেকে সেরার শিরোপা নিয়ে ঘরে আসার।
নৃত্যশিল্পী সুধা চন্দনের কথা কে না জানেন। একজন প্রতিবন্ধী হয়েও নৃত্যে দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে নিজের জেদের উপর ভর করে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অদ্রিজা দাস যেন সুধা চন্দনেরই ছেলেবেলা। অসম্ভব জেদ আর হার না মানা মানসিকতা। মাত্র আট বছর বয়সেই তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। জন্ম থেকে স্বাভাবিক নয় তার বা পা টি। তা সত্ত্বেও নিজের প্রতি তার অগাধ ভালোবাসা।
জেলা বা রাজ্য পর্যায় নানান প্রতিযোগিতায় সেরা সম্মান রয়েছে তার ঝুলিতে। এছাড়াও গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলার ছত্রিশগড়ে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় কত্থক নৃত্যে প্রথম এবং দেশরা ইন্টারন্যাশনাল কালচারাল হারমনি ফ্লোরিডা ইউ এস এ ও ছত্রিশগড় সরকারের যৌথ উদ্যোগে নৃত্য প্রতিযোগিতায় ও প্রথম স্থান দখল করেছে সে। অদ্রিজার মা দেবশ্রী সরকার বলেন তার মেয়ের এই সাফল্যে তার শুধু গর্ব হচ্ছে না খুব আনন্দ লাগছে। তিনি বলেন গত বছরও এখানে অদ্রিজা প্রথম হয়েছিল। শুধু তাই নয় সেখান থেকে তাকে মনোনীত করা হয়েছিল ইন্টারন্যাশনাল এক্সেলেন্সিতে সিঙ্গাপুরে যাওয়ার জন্য। সিঙ্গাপুরে গিয়েও অসাধারণ নৃত্যে পারফরম্যান্স করেছে সে । তিনি বলেন তার মেয়ে এবারও ইন্টারন্যাশনাল এক্সেলেন্সি তে মনোনীত হয়েছে। কিন্তু দুঃখের কথা হলো যেহেতু অদ্রিজার পায়ের সমস্যা আছে তাই তার একটি অপারেশন আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ হবে। সেই সময় তার পায়ে এমন কিছু লাগানো থাকবে যে তিনমাস অদ্রিজাকে বিছানায় শুয়ে থাকতে হবে।
অদ্রিজার মা আরও বলেন আগামী জুন মাসের দিকে বিদেশে ইন্টারন্যাশনাল এক্সেলেন্সিতে অদ্রিজাকে পারফরম্যান্স করতে হবে। তাই এখনই বলা সম্ভব হচ্ছে না যে অপারেশনের পর অদ্রিজা সেখানে উপস্থিত থেকে পারফরম্যান্স করতে পারবে কিনা। প্রতিবন্ধকতা বাধা নয় ইচ্ছা থাকলে সবকিছুই করা যায় বিশ্বের শিল্পীর জগতে এমন উদাহরন রয়েছে ভুরি ভুরি। সেই তালিকায় সবচেয়ে কনিষ্ঠ কালিয়াগঞ্জ অদ্রিজার ও নিজেকে প্রমাণ করার তাগিদ প্রবল।
অদ্রিজার বাবা কালিয়াগঞ্জ কলেজের অশিক্ষক কর্মী অরূপ কুমার দাস বলেন সারাদেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের নিয়ে এই মঞ্চে প্রাপ্য সাফল্য সাংস্কৃতিক জগতে এই কালিয়াগঞ্জ শহরের নাম উজ্জ্বল করেছে। এই ছাত্রীদের সাফল্যের পিছনে কৃতিত্বের অংশীদার নৃত্য শিল্পী বানী চক্রবর্তী।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে সুদের হার কমানোর প্রতিবাদে অভিনব আন্দোলন যুব কংগ্রেসের
জানা যায়, ছত্রিশগড়ের ভিলাই শহরে অনুষ্ঠিত সর্বভারতীয় এই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে প্রথম হয়েছে কালিয়াগঞ্জের ঐশ্বর্য ভদ্র। একই সঙ্গে নৃত্যে অপর দুই প্রতিযোগিতাও সে দ্বিতীয় হয়েছে। জুনিয়র বিভাগে নৃত্যে প্রথম পুরস্কার পেয়েছে কালিয়াগঞ্জ এর ই অপর নিত্য শিল্পী অন্বেষা পাল। সঙ্গে আরেকটি বিভাগে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে এই প্রতিযোগিতায় দুটি বিভাগে দ্বিতীয় হয়েছে কালিয়াগঞ্জ এর দিয়া সাহা। সাব জুনিয়র বিভাগে কালিয়াগঞ্জের দেবাঞ্জনা সেনগুপ্ত ও দুটি বিভাগের দ্বিতীয় স্থান দখল করেছে। এছাড়া শ্রীময়ী মজুমদার একটি বিভাগের দ্বিতীয় ও একটি বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584