প্রমোশনের প্রলোভনে শারীরিক সম্পর্ক,ঘুষ নেবার অভিযোগে গ্রেফতার সরকারী কর্মী

0
167

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

physical relationship with temptation
অভিযোগকারিনী।নিজস্ব চিত্র

চাকরির প্রমোশন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নগদ টাকা সহ একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ।সিডিপিও কর্মীর বিরুদ্ধে।আশি হাজার টাকা ও তিন বছর ধরে লাগাতার স্বামী পরিতক্তা অঙ্গনওয়াড়ির মহিলা কর্মীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ। ঘটনাটি ফলতা থানার দোস্তপুর এলাকার। নির্যাতিতা মহিলা অঙ্গনওয়াড়ির কর্মী । উস্তির কুলেশ্বর গ্রামে ১৬২ নং অঙ্গনওয়াড়ির সেন্টারে রান্নার সহায়িকার কাজ করেন।তিন বছর আগে ডায়মন্ড হারবার ১ নং ব্লকের সি ডি পিও অফিসের কর্মী অলোক নাইয়া ও চন্দ্র বাবু নামে দুজন কর্মী।প্রমোশন করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে আশি হাজার টাকা দেওয়ার কথা বলে, সেই মতো প্রথমে পঞ্চাশ হাজার টাকা নগদ দেন। তারপর ওরা দুজনে মহিলার বাড়িতে আসে। দোস্তপুর গ্রামে এসে কুপ্রস্থাব দেয়।প্রথমে রাজি হয়নি মহিলা। তারপর নানান ভাবে প্রলোভন দেখায়। প্রমোশন দেবে বলে শেষে ওদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয় মহিলা। তারমধ্যে আবার ত্রিশ হাজার টাকা চায়। সেটাও দেন মহিলা। তিন বছর ধরে অলোক নাইয়া ও চন্দ্র বাবু নামে দুজন টানা তিন বছর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।টাকা দেওয়ার পর পরীক্ষা দেন। প্রমোশনের জন্য কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট বের হয়।জানতে পারেন মহিলার নাম লিস্টে ওঠেনি। তখন অফিসে গিয়ে জানতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।অলোক নাইয়া ও চন্দ্রবাবু।বাড়ি চলে আসে।ওদের নামে ফলতা থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে অলোক নাইয়াকে ফলতা থানার পুলিশ গ্রেফতার করে।অলোক নাইয়ার বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ বিধি ৪২০ /৩৭৬ আই পিসি ধারায় মামলা রুজু করেন।ডায়মন্ড হারবার মহাকুমা আদলতে তোলা হলে চোদ্দ দিন জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

physical relationship with temptation
অভিযোগকারিনীর আইনজীবী মহঃ সাহদাত শাহ।নিজস্ব চিত্র

আরও পড়ুন: তাসাটি চা বাগানে ‘আপনার বাগানে প্রশাসন’ কর্মসূচি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here