মনিরুল হক, কোচবিহারঃকোচবিহারের দশমী ঘাট সংলগ্ন তোর্সা উদ্যান থেকে একটি অজগরের বাচ্চা উদ্ধার হল।জানা গিয়েছে,এটি এশিয়ান রক পাইথন। উদ্ধার হওয়া অজগরের বাচ্চাটি ২-৩ ফুট দীর্ঘ। আজ দুপুর নাগাদ তোর্সা উদ্যানের সদস্যরাই একটি গুদাম ঘর থেকে অজগরের বাচ্চাটিকে উদ্ধার করে। তোর্সা নদীতে জল বেড়েছে।মনে করা হচ্ছে জলে ভেসে এসেছে অজগরের বাচ্চাটি।গত বছরও নদীতে জল বাড়ার সময় একটি অজগর উদ্ধার হয় ওই এলাকায়।এদিন উদ্ধার হওয়া অজগরের বাচ্চাটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

তোর্সা উদ্যানের সদস্য সুজয় সরকার বলেন, “এখানে একটি গুদাম ঘর পরিষ্কার করার সময় এটি উদ্ধার হয়। এটি এশিয়ান রক পাইথন।গতবারও এখানে একটি অজগর উদ্ধার হয়েছিল।এটার বয়স দেড় দুই মাস হবে বলে মনে হচ্ছে।আমরা এটাকে বন দপ্তরের হাতে তুলে দেব।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584