নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার খারুই-২ অঞ্চলের গাদীন গ্রাম থেকে প্রায় হাজার খানেক সাধারণ মানুষজন খোল, করতাল নিয়ে ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে প্রভাতফেরি করে। ঠিক এইসময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রভাতফেরি অনুষ্ঠানে ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ মাথাভাঙায় পুলিশের সাথে কানামাছি খেলল সায়ন্তন
জানা গেছে, ঘটনায় প্রায় ৫-৬ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এরই প্রতিবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, আহতদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে গাড়ির চালক ও খালাসী পলাতক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584