সিমা পুরকাইত,দক্ষিন২৪ পরগনাঃ
ছোট্ট ছোট্ট খুদে শাড়িতে সেজে লাগছে ভারী মিষ্টি জেলার অন্যন্য জায়গার মতো দক্ষিন সুন্দরবনে অঙ্গনওয়াড়ি স্কুলের ক্ষুদেদের নিয়ে বাগদেবীর আরাধনায় মাতলেন শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা।অক্ষয়নগর আশুবাবুরচক শিশুশিক্ষা কেন্দ্র।
আজ সরস্বতী পূজাকে কেন্দ্র করে দিনটি ছিল ভিন্ন রকম।সক্কলে হাজির আজ সক্কাল সক্কাল।পাটভাঙা শাড়ি আর পাঞ্জাবিতে সাজুগুজু কচিকাঁচাদের।
শিক্ষক শিক্ষিকাদের সাথে ব্যস্ত তারাও।পুজোর সরঞ্জাম থেকে গল্পগুজব সবেতেই তারা যেন আজ দিলখোলা।হৈচৈ খেলাধূলাও আছে একই সাথে।তিনদিনে নেই পড়াশুনার চাপ তাই তারা যেন সব মুক্তপাখি।একই সাথে পেট পুজায় ছিল খিচুড়ি মিষ্টি দইবড়া।
আরও পড়ুনঃ বাগদেবীর আরাধনায় উৎসব মুখর বাঁকুড়া
২০০০ সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই পড়ুয়াদের নিয়ে চলে সরস্বতীর পুজো।এবারে নতুনত্ব বলতে পড়ুয়াদের সাথে অভিভাবকদের উপস্থিতি।শিক্ষক পড়ুয়া অভিভাবকদের মিলনে পুজো যেন মহামিলনের রূপ পায়।সঙ্গে চড়ুইভাতির আমেজ অক্ষয়নগর আশুবাবুর চক শিশুশিক্ষা কেন্দ্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584