সুদীপ পাল, বর্ধমানঃ
রাজ্যজুড়ে গত ৭ নভেম্বর নিষিদ্ধ হয়েছে পান মসলা সহ বিভিন্ন ধরনের গুটখা। প্রকাশ্যে নিষিদ্ধ সামগ্রী বিক্রি বন্ধের নির্দেশও রয়েছে। কিন্তু তারপরেও দুর্গাপুরের বিভিন্ন পিকনিক স্পটে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গুটখা। কাঁকসার দেউল অথবা দুর্গাপুর ব্যারেজ কিংবা রনডিহা সমস্ত পিকনিক স্পটগুলোয় বিক্রি হচ্ছে গুটখা।

দোকানদাররা অবশ্য বলছেন, ক্রেতারাই চান তাই দোকান থেকে নিষিদ্ধ হলেও বিক্রি করতে তারা বাধ্য হন।
প্রশাসনের নজরদারি নেই বলে যেমন অভিযোগ উঠেছে তেমনি একই সাথে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও মনে করছেন অনেকেই। ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন হতে হবে এই বিষয়ে বলে মন্তব্য করেন বনকাটি পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি।
আরও পড়ুনঃযাদবপুরে বিজেপির জনসমাবেশে নিগৃহীত অধ্যাপিকা
প্রসঙ্গত উল্লেখ্য, অনেক দোকানদারই জানেন না যে গুটখা বিক্রি নিষিদ্ধ হয়েছে। অনেকে আবার বলছেন, এই সমস্ত পিকনিক স্পটে সারা বছরে সেভাবে আয় হয় না। এই সময়ে প্রচুর মানুষ আসেন এবং তারা দোকান থেকে গুটখা নেন। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য প্রচারে বিশেষ জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584