শীতের রাতে রাস্তার কুকুরদের নিয়ে পিকনিক

0
114

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

picnic with street dogs 2
নিজস্ব চিত্র

শীতের রাতে রাস্তার কুকুরদের নিয়ে অন্যরকমের পিকনিকের আয়োজন করলেন রায়গঞ্জের একদল যুবক ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। গতকাল রাতে দুই গাড়ি ভর্তি খাবার নিয়ে শহরের অলিগলিতে কুকুরদের পাত পেড়ে খাওয়ান তাঁরা।মেনুতে ছিল ডিম-ভাত।এছাড়া কুকুরছানাদের জন্য দুধ,রাস্তার গোরুদের জন্যও আনা হয়েছিল পর্যাপ্ত খড়।পশুদের নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।সম্প্রতি কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ১৬টি কুকুরছানার মৃত্যুতে প্রতিবাদে সরব হয়েছিল বিভিন্ন মহল।

picnic with street dogs 3
নিজস্ব চিত্র

গতকাল রাতে তার বিপরীত ছবি দেখা গেল রায়গঞ্জের রাস্তায়।গতকাল সকাল থেকেই শুরু হয়েছিল আয়োজন।রান্না করা হয়েছিল ৭০ কেজি চালের ভাত ও ৪৫০টি ডিম। সঙ্গে ছিল ৬ কেজি দুধ। গোরুদের জন্য ছিল পর্যাপ্ত খড়।রাত সাড়ে দশটা থেকে রাত দেড়টা পর্যন্ত চলে এই পিকনিক। কাগজের প্লেটে ডিম-ভাত ও গ্লাসে দুধ নিয়ে শহরের অলিগলিতে কুকুরদের সামনে খাবার বেড়ে দেয় সুমিত,পিঙ্কু, সৈকতরা।

অন্যতম উদ্যোক্তা গৌতম তান্তিয়া বলেন, “শহরবাসীর মধ্যে পশুপ্রেম জাগিয়ে তুলতেই এই পিকনিকের আয়োজন করা হয়েছে।”

আরও পড়ুনঃ জবরদখলকারীদের থেকে মাঠ মুক্ত করতে এলাকাবাসীর বিক্ষোভ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here