মনিরুল হক, কোচবিহারঃ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পোস্টার ছেঁড়া নিয়ে পুলিশে অভিযোগ জানানোর হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করার সময় রবীন্দ্রনাথ বাবু অভিযোগ করে জানান, ৮ জানুয়ারি কোচবিহার রাসমেলার মাঠে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে।ওই সভার প্রচারের জন্য কোচবিহার শহর ও লাগোয়া এলাকায় পোস্টার, ব্যানার লাগানো হয়েছিল। সেই পোস্টার ব্যানার গুলো কে বা কারা ছিঁড়ে দিয়ে গিয়েছে। কোথাও কোথাও পুরো কাঠামো তুলে নেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ রবীন্দ্রনাথ বাবু পুলিশে অভিযোগ জানাবেন বলে হুমকি দেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সভার জন্য তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পক্ষ থেকে ওই পোস্টার ব্যানার লাগানো হয়। গতকাল রাতে সেই পোস্টার গুলো ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। মাদার-যুব’র গোষ্ঠী কোন্দলের জেরেই ওই পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এনিয়ে কোন গোষ্ঠী প্রকাশ্যে মুখ খুলতে রাজী হন নি।
রবীন্দ্রনাথ বাবু বলেন, “থানায় অভিযোগ জানাবো। তদন্ত করে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবি করবো। ওই পোস্টার ব্যানার ছেঁড়ার পিছনে কি মাদার-যুব’র গোষ্ঠী লড়াই আছে কিনা, তা জানতে চাওয়া হলে তাঁর বক্তব্য, “ ছাত্র হোক আর যুব হোক এরা তৃণমূল কংগ্রেসের কোন নয়, এরা আসলে দুষ্কৃতকারী। সিপিএম বিজেপি ফরওয়ার্ড ব্লকের দুষ্কৃতিরা এসব করেছে।”
অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায় মাদার-যুব’র গোষ্ঠী কোন্দলের জেরে পোস্টার ছেঁড়ার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, “আমাদের নেতা আসছেন। তার জন্য পোস্টার ব্যানার লাগানো হয়েছে। সেটা কারা ছেঁড়ার সাহস পেল।তা খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও পুলিশকে বলবো। সাংগঠনিক ভাবে ওই ঘটনার পিছনে রয়েছে, তা খুঁজে বের করে রাজনৈতিক ভাবে তাঁদের মোকাবিলা করবো।”
আরও পড়ুন: রাম মন্দিরের দাবীতে মাথাভাঙ্গায় যজ্ঞ,বিশ্ব হিন্দু পরিষদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584