নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহে ফের অঙ্গদানের নজির গড়ল কলকাতা। গত পরশু অর্থাৎ শুক্রবার কলকাতার মল্লিকবাজারে একটি বেসরকরি হাসপাতালে ভর্তি হন উত্তরপাড়া নিবাসী পীষূষ কান্তি ঘোষাল। গতকাল, শনিবার রাতে তাঁর ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করে হাসপাতাল।
এরপর পরিবার ওই ব্যক্তির অঙ্গ দানের সিদ্ধান্ত নেয়। উত্তরপাড়ার আর কে স্ট্রিটে পীষূষ বাবুর একটি কম্পিউটারের দোকান ছিল। বড়িতে তাঁর এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা। বেশ কিছুদিন আগেই ব্রেন টিউমার ধরা পড়ে পীষূষ বাবুর।
আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্রে পাঁচ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের
এরপরই শুক্রবার মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসক অমিত কুমার ঘোষের তত্বাবধানে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল রাতে ব্রেন ডেথ হয় পীষূষ বাবুর। এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার।
আরও পড়ুনঃ বৃদ্ধের অভিযোগে সাসপেন্ড পুর আধিকারিক
আজ রাতেই চ্যাটার্ড ফ্লাইটে ভিনরাজ্যে যাচ্ছে তাঁর ফুসফুস। এসএসকএমে পীযূষ কান্তি ঘোষালের দুটি কিডনি প্রতিস্থাপন করা হবে। তাঁর কর্ণিয়া যাবে শঙ্কর নেত্রালয়ে। আমাদের রাজ্যে ফুসফুস প্রতিস্থাপনের কোনো পরিকাঠামো নেই। তাই আজ মধ্যরাতে চ্যাটার্ড ফ্লাইটে ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির ফুসফুস যাবে হায়দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে।
মধ্যরাতে মল্লিক বাজার থেকে এসএসকেএম পর্যন্ত এবং মল্লিক বাজার থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত দুটি পৃথক গ্রিন করিডর করা হবে। চ্যাটার্ড ফ্লাইটে হায়দ্রাবাদের কেআইএমএস হাসপাতাল থেকে ৮ জন চিকিৎসকের একটি দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। পীষূষ কান্তি ঘোষালের দেহ থেকে অস্ত্রোপচার করে যখন ফুসফুস বের করা হবে তখন সেখানে ওই চিকিৎসক দল উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584