নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্কুলের পোশাকে কেন ব্যবহার করা হবে বিশ্ব বাংলার লোগো? এই নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাটি দায়ের করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF)। তাদের দাবী বিশ্ব বাংলার লোগো রাজ্যের হস্তশিল্প, বস্ত্রশিল্পের ক্ষেত্রের প্রচারের কাজে ব্যবহার করা হয় । স্কুলের পোশাকে স্কুলের নিজস্ব ব্যাজের বদলে কেন বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হবে?
রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে যে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্য প্রাপ্ত স্কুলের পোশাক হবে নীল-সাদা এবং স্কুলের পোশাক ও স্কুল ব্যাগে থাকবে বিশ্ব বাংলার লোগো। এই মর্মে ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডারও। এই নিয়েই শিক্ষা মহলে শুরু হয়েছে বিতর্ক।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “সমগ্র শিক্ষার অন্তর্গত ফ্রি ইউনিফর্ম দেওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ‘সমগ্র শিক্ষা প্রকল্প’। কেন্দ্রের শিক্ষামন্ত্রকের অর্থ নিয়ে রাজ্য সরকার যা খুশী করবে এটা তো হয় না। আমরা বিষয়টি দেখব। বিশ্ব বাংলার লোগোর কথা বলা হচ্ছে, সেটাও তো দেওয়া যায় না। এটা তো একটা এমএসএমই সংস্থা করে। তা হলে তো এবার যে যার মতো সংস্থাকে কাজে লাগিয়ে দেবে।” একই বক্তব্য বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুনঃ রাজ্যের সরকারি স্কুলে এবার পোশাক হবে নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো
রাজ্যের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় শিক্ষক সংগঠনও । শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন, “সরকারি এই সিদ্ধান্তে স্কুলের ঐতিহ্য নষ্ট হবে। এটা আবেগে আঘাত করার সমান হবে। স্বাধীনতার আগে কিংবা পরে কোনও সরকার এরকম ঘটনা ঘটাতে সাহস দেখায়নি। অষ্টম শ্রেণি পর্যন্ত এই নিয়ম হলে বাকি চার শ্রেণির ছেলেমেয়েরা কী পরবে? তা হলে কি এক স্কুলে দু’রকম ইউনিফর্ম চালু থাকবে?” কার্যতই এটা একটা বড় প্রশ্ন যে, অষ্টম শ্রেণীর পরে স্কুলগুলির কি পোশাক হবে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584