সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

রবিবার মাঘী পূর্ণিমা। গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার স্নান ঘিরে তীর্থযাত্রীদের সমাগম বাড়ে প্রতি বছর। বিশেষ করে বাঙালিদের ভিড় থাকে সবচেয়ে বেশি। জেলার পাশাপাশি রাজ্যর ভিন জেলা থেকেও বহু বাঙালি তীর্থযাত্রীরা আসেন মাঘী পূর্ণিমা উপলক্ষ্য স্নান সারতে।

আরও পড়ুনঃ কোচবিহার সাগরদিঘী চত্বরের ফাস্টফুডের দোকানিদের রেজিস্ট্রেশন নাম্বার সহ ডাস্টবিন প্রদান
গঙ্গাসাগরের মকরসংক্রান্তি স্নানে যে ভিড় লক্ষ্য করা যায়, সেখানে বাঙালি তীর্থযাত্রীদের সংখ্যা থাকে অনেক কম। মাঘী পূর্ণিমার দিন বাঙালি ভিড় থাকে তার থেকে অনেক বেশি।

প্রতি বছরের ন্যায় বকখালি ডেভলপমেন্ট বোর্ড, সাগর ব্লক, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত, মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েত, ধবলাট গ্রাম পঞ্চায়েত ও সাগর থানা সঙ্গে সাগর কোষ্টাল থানার যৌথ উদ্যোগে মাঘী পূর্ণিমার স্নান মেলা পরিচালনা করেন।

রবিবার মাঘী পূর্ণিমার স্নান ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। অস্থায়ী মেলা কার্যালয় তৈরী করা হচ্ছে কপিলমুনি মন্দিরের সামনে। মেলা প্রাঙ্গণে বসছে অস্থায়ী দোকানপাট।

স্নান ঘাটে এবারে রাখা হবে বাড়তি নিরাপত্তা। সমুদ্রতট থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে সমুদ্রে ভাসানো হয়েছে রবার টায়ার। স্নানের দিন দুর্ঘটনা এড়াতে এমন চিন্তাভাবনা স্থানীয় প্রশাসনের।

গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সহযোগে সমুদ্র পরিস্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে স্বনির্ভর গোষ্টির মহিলারা কাজ করবেন। এছাড়া পানীয় জলের ব্যবস্থা থাকছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে। থাকছে বিদ্যুৎ পরিষেবাও।

প্রাকৃতিক দুর্যোগে কোনও ব্যাঘাত যাতে না ঘটে সে কারণে তীর্থযাত্রীদের উদ্দেশে বিশেষ শেড বানানো হয়েছে। পাশাপাশি অধিক তীর্থযাত্রীদের রাত্রীকালীন থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। নিরাপত্তা থাকবে আঁটো-সাঁটো।
বাসস্ট্যান্ড থেকে মন্দির চত্বর, স্নানের ঘাট পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার ও সঙ্গে রাজ্য পুলিশ দিয়ে নজরদারি করা হবে। মেলা প্রাঙ্গণে থাকছে মেডিকেল ক্যাম্প। ইকোফ্রেন্ডলি মেলা হিসেবে চিহ্নিত হওয়ার পর প্লাসটিক মুক্ত মেলা করার অতিরিক্ত দায়িত্ব থাকছে প্রশাসনের। এছাড়া শৌচাগার থাকছে অতিরিক্ত।

একদিনের মেলার সমারোহ থাকলেও চলতি বছরে শনিবার থেকে ভিড় বাড়বে মনে করছেন গঙ্গাসাগর বিধায়ক বম্কিমচন্দ্র হাজরা। সাগরদ্বীপে স্নান করতে আসা তীর্থযাত্রীদের উদ্দ্যেশে দুদিক দিয়ে যাতায়াতের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
লট নম্বর আট ঘাট থেকে কচুবেড়িয়া পয়েন্টে থাকবে অতিরিক্ত ভেসেল ব্যবস্থা। থাকছে এমারেজন্সি লঞ্চ, অ্যাম্বুলেন্স স্পীড বোট। এছাড়া নামখানা চেমাগুড়ি, বেনুবন পয়েন্টে থাকছে লঞ্চ পরিষেবা।
বাস ও ম্যাজিক প্রাইভেট গাড়ি অতিরিক্ত রাখা হচ্ছে তীর্থযাত্রীদের জন্য। যাতায়াতের সুব্যবস্থা গড়তে এমন পরিকল্পনা প্রশাসনের। লট নং আট ঘাটে তদারকি করবে কাকদ্বীপ এসডিও , কাকদ্বীপ বিডিও , কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অন্যদিকে কচুবেড়িয়াতে দায়িত্বে থাকছে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েত।
নামখানার দায়িত্ব থাকছে নামখানা ব্লক ও সাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ডের। চেমাগুড়ি বেনুবনে থাকছে ধবলাট গ্রাম পঞ্চায়েত, সাগর ব্লক ও সাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ডের। ফলে প্রশাসনিক চাপ যেমন থাকে তেমনই সাগর থানা ও সাগর কোষ্টাল থানার দায়িত্ব থাকে নিরাপত্তার উপরে।
এবারে লক্ষাধিক পূর্ণার্থীদের ঢল নামবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন থেকে এলাকার বিধায়ক বম্কিমচন্দ্র হাজরা। সেকারণে জোরকদমে চলছে প্রস্তুতি। ভাল বিকিকিনি হবে বলে মনে করছেন অনেকে। সাধু সমাগম বেড়েছে মন্দির চত্বরে।
সকাল সাতটা পয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত রয়েছে মাঘী পূর্ণিমার স্নান যোগ। ফলে স্নান ঘিরে যোগ বাড়বে কপিলমুনি মেলা প্রাঙ্গণ। বেশ কয়েক মাস আগে ঘটে যাওয়া বুলবুল ঘূর্ণিঝড়ের দুঃস্বপ্ন কাটিয়ে আবার আগের মতো তীর্থযাত্রী ফিরতে বাধ্য আশাবাদী বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584