সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
গঙ্গাসাগর তীর্থযাত্রীদের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে মুড়িগঙ্গার নদীর চর। নদীতে ভাটা পরতেই বন্ধ হয়েছে ভেসেল পরিষেবা। বন্ধ স্থায়ী এবং অস্থায়ী ঘাট। স্তব্ধ হয়ে পড়েছে পারাপার। ফলে সমস্যায় পড়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা।
প্রশাসন তৎপরতার ভাবমুর্তি দেখালেও ব্যর্থ মুড়িগঙ্গার কাছে। আজও সমস্যার সমাধান করতে পারল না প্রশাসন। ভেসেল পরিষেবা বন্ধ থাকায় প্রশাসন প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের কাছে।
জোয়ার আসলে তবেই হবে ভেসেল পরিষেবা দিয়ে পারাপার, যার গন্তব্য কচুবেড়িয়া। এত সময় ধরে লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীদের ক্ষোভ জন্মেছে।
অভিযোগ জানানো সত্ত্বেও দিশেহারা হয়ে পড়েছে গঙ্গাসাগর পুণ্যার্থীরা। চলতি মাসে কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকে ২৩ ঘন্টা পরিষেবা ব্যবস্থা করার আর্জি জানালেও ব্যর্থ জেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও আবারো পারাপার প্রশ্ন হয়ে উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584