বাস উল্টে আহত তীর্থযাত্রী-স্থানীয়রা

0
60

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ ২৪ পরগণার রুদ্রনগরের জিলিপি মোড়ের কাছে একটি বাস উল্টানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খুব।

pilgrims local public injured turned bus | newsfront.co
উল্টে যাওয়া বাসটি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেঘ কেটে উঠল রোদ, রাজ্যে নতুন করে শীতের ধুনুচি নাচ

সূত্রের খবর, কপিলমুনির মন্দিরে পুজো শেষ করে স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের জনা ২০-২৫ এর একটি বাস গঙ্গাসাগর থেকে কচুবেড়িযার দিকে যাচ্ছিল। এরপর বাসটি রুদ্রনগরের কাছে ক্ষুদেগুড়িযা পোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছে সবাই।

আহতদের মধ্যে ৯ জনকে অসুস্থ অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দেখভাল করছেন সাগরের বিডিও এবং জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here