ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
অমেঠির অভিবাসী শ্রমিকদের সাহায্য করা নিয়ে এবার ডান বাম রাজনৈতিক তরজা তুঙ্গে। আরএসএস এর মুখপাত্র “অর্গানাইজার” এ স্মৃতি ইরানির প্রশংসায় যে খবর বেরোয় তাকে ‘প্রোপাগান্ডা’ বলে নস্যাৎ করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
উল্লেখ্য, কংগ্রেসের রাহুল গান্ধীকে হারিয়ে অমেঠি থেকে গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হন স্মৃতি ইরানি। তবে রাহুল গান্ধী তাঁর দ্বিতীয় নির্বাচন কেন্দ্র ওয়ানাদে জয়ী হয়েছিলেন। আরএসএস মুখপাত্র অর্গানাইজার-এ দাবি করা হয় ওয়ানাদে আটকে থাকা অমেঠির ৩৫ জন অভুক্ত শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্মৃতি ইরানি।
আরও পড়ুনঃ নষ্ট কর্মদিবস, গ্রীষ্মের ছুটি বাতিল দিল্লি হাইকোর্টের
আর এই দাবিকে কার্যত সম্পূর্ণভাবে নস্যাৎ করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মন্তব্য,”আমরা এ ব্যাপারে খোঁজখবর করার পর দেখেছি ৪১ জন শ্রমিক সেখানে রয়েছে। পঞ্চায়েত কর্মীরা ২৫টি কিটের ব্যবস্থা করেছেন। ওই শ্রমিকরা নিজেরাই রান্না করে খাচ্ছেন। খাবারের কোনও সঙ্কট ওখানে নেই।”
মুখ্যমন্ত্রী বিজয়ন আরও বলেন “আমরা দেখেছি একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আরএসএস-এর ‘অর্গানাইজার’। জানিয়েছে, স্মৃতি ইরানির সময়ানুগ সাহায্যের ফলে উপকৃত হয়েছেন অমেঠির ওই শ্রমিকরা।
একটা জিনিস পরিস্কার করে দিতে চাই। রাজ্যই সমস্ত পরিযায়ী শ্রমিক তথা বিপন্ন মানুষকে সাহায্য করছে। এ ব্যাপারে কোনও প্রতিযোগিতা কিংবা প্রোপাগান্ডা কাম্য নয়, যার দ্বারা রাজ্যের প্রচেষ্টা বিঘ্নিত হয়।”এরপরই বাম শাসিত কেরলে বিজেপি ও বামেদের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584