নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহ রোগীদের লালারস পরীক্ষা কেন্দ্রের উদ্ধোধন করলেন জেলা শাসক রাজর্ষি মিত্র। বৃহস্পতিবার নতুন এই ল্যাবের উদ্ধোধন করা হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মালদা মেডিকেলের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি অমিত কুমার দাঁ সহ অনান্য মেডিকেলের কর্তারা।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের আট তলায় করোনা টেস্টের ল্যাব তৈরী করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা পরীক্ষার কিট আসে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই ল্যাবের উদ্বোধন করে জেলা প্রশাসন। মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে করোনা পরীক্ষার জন্য ১০০ টি কিট এসেছে। মালদা জেলা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সন্দেহ জনক রোগীদের টেস্ট করা হবে মালদা মেডিকেলে।
আরও পড়ুনঃ ব্যতিক্রমী উদ্যোগ হোমওয়ার্কের খাতা হাতে ছাত্র-ছাত্রীদের বাড়ি পৌঁছলেন প্রধানশিক্ষক
করোনা সন্ধেহ রোগীদের থাকার জন্য আগেই আইসোলসন ওর্য়াড খোলা হয়। ইতিমধ্যে মালদা মেডিকেল থেকে প্রায় ১৬ জনের লালা টেস্ট করা হয়েছে। কলকাতা থেকে তাদের লালা টেস্ট হয়ে এসেছে। তবে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ। এবার থেকে মালদা মেডিকেলেই শুরু হয়ে গেল করোনা টেস্ট। এতে আরো বেশি সংখ্যক টেস্ট করতে পারবে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584