পুলিশের দ্বারস্থ কাঞ্চন ঘরণী পিঙ্কি, অভিযোগ শ্রীময়ীর বিরুদ্ধেও

0
436

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নাকি সম্প্রতি প্রেম প্রণয়ে জড়িয়েছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের রাধারানি থুড়ি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। এই খবরে এই মুহূর্তে উত্তাল নেট দুনিয়া। যদিও এই খবর সত্যি কিনা তা শ্রীময়ীর কাছে জানতে চাইলে শ্রীময়ী নিউজ ফ্রন্টকে জানান এটা রটনা। তিনি বলেন– “কাঞ্চন দা’কে আজ থেকে চিনি না। আজ যদি কাঞ্চন দা’র সঙ্গে সত্যিই কোনও সম্পর্ক তৈরি হয় তা নিয়ে লুকোচুরি করব কেন? আমি একজন প্রাপ্ত বয়স্ক ৷ বিবাহিত বা অবিবাহিত যে কারো সঙ্গেই আমার প্রেমের সম্পর্ক হতেই পারে। লুকনোর কিছু নেই।”

pinki bannerjee,kanchan mullick,sreemoyee chattoraj | newsfront.co
পিঙ্কি-কাঞ্চন-শ্রীময়ী। কোলাজ চিত্র

নিউজ ফ্রন্ট লাইভ আড্ডায় এসেও শ্রীময়ী এই প্রসঙ্গে একই কথা বলেন। এমনকী কাঞ্চন এবং পিঙ্কির সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল এমন কথাও বলেন। যদিও সম্প্রতি জানা গিয়েছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অন্যান্য সংবাদ মাধ্যমে শ্রীময়ীর বলা কথা সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন। কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর হৃদ্যতা থাকলেও পিঙ্কির সঙ্গে নেই বলে দাবি কাঞ্চন ঘরণীর। সূত্রের খবর, এই মুহূর্তে ছেলেকে নিয়ে নাকি তিনি চেতলার বাড়িতে একাই থাকছেন। কাঞ্চন থাকছেন না তাঁদের সঙ্গে।

kanchan ,sreemoyee | newsfront.co
সামাজিক কাজে শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন মল্লিক।ছবি সৌজন্যেঃ ফেসবুক

সূত্রের খবর অনুযায়ী, স্বামী এবং শ্রীময়ীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন পিঙ্কি। শনিবার রাতে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি। অভিযোগ, শনিবার রাতে তাঁর গাড়ি আটকে নাকি হুমকি দেন কাঞ্চন ‘প্রেমিকা’ শ্রীময়ী ও কাঞ্চন। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুনঃ অতুল প্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকীতে ঋদ্ধি-সুজয় প্রসাদের শ্রদ্ধাজ্ঞলি

সূত্রের খবর, শনিবার চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কির বাড়িতে তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেখানেই বচসায় জড়ান তিনজনে। বচসার গভীরতা এমন যে, বন্ধ ঘরের কথা গড়ায় থানা অবধি। তাঁদের আলোচনায় হাজির ছিলেন পিঙ্কির দাদাও।

আরও পড়ুনঃ প্রতারণার শিকার শুভশ্রীর দিদি দেবশ্রী, গ্রেফতার স্বামী অমিত

এ প্রসঙ্গে নিউজ ফ্রন্টের তরফে পিঙ্কির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া মেলেনি পিঙ্কির।
সত্যিই কোথায় দাঁড়িয়ে আছে পিঙ্কি এবং কাঞ্চনের এতদিনের দাম্পত্যজীবন? অভিনেতা ও শ্রীময়ীর মধ্যে কি সত্যিই প্রেম প্রণয়ের সম্পর্ক রয়েছে নাকি সবটাই ভুল বোঝাবুঝি বা রটনা তার উত্তর দেবে সময়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here