নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের পিতুলসাহা গ্রামের যুবগোষ্ঠী ক্লাবের বাসন্তী পূজো এবছর ৪৩ তম বর্ষে পড়লো। তবে এ বছর এই পূজো পদার্পণ করল ৪৪-এ। কিন্তু তাতে কি?
নিয়ম মেনে আগে থেকেই ঠাকুরের বায়না দিয়েছিল কমিটির সদস্যরা। সেই মতো যুবগোষ্ঠীর প্রতিমার গায়ে মাটির প্রলেপ পড়লেও, বাকি ছিল শুধু রং টাই। শুরু থেকে এই পূজো কমিটির হাত ধরে ঠিকঠাকই ভাবে চলেও, তবে শেষমেষ বাধসাধলো এই মহামারী করোনা।
আরও পড়ুনঃ জোরদার হলো উত্তর দিনাজপুরের বাংলা বিহার সীমান্তের নজরদারি
সোমবারই ছিল বাসন্তী পূজোর মহাষষ্ঠী। কিন্তু করোনা ভাইরাসের কারনে লকডাউন সারা দেশ।সে কারনে সমস্ত পূজোই বাতিল এই মূহুর্তে। তাই এ বছর তাদের পূজো না হওয়ার জন্য, মঙ্গলবার তাদের সেই পূজোর খরচের অবশিষ্টাংশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১২ হাজার টাকা দান করে কমিটি।
এদিন এই টাকা খারুই ২ পঞ্চায়েতের প্রধান নমিতা ঘোড়ার হাতে তুলে দেন ক্লাব সম্পাদক সাগর চন্দ্র রাউৎ।
শুধু টাকা দেওয়াই নয়। এছাড়াও এদিন পূজো কমিটির সদস্যরা বিশ্ব তথা বাংলা থেকে করোনা মুক্তির আশায় বাসন্তী দেবীর কাছে ডণ্ডী কমিটির কাটেন ৮ সদস্য।
যদিও তাদের দাবী মানুষের মঙ্গল কামনাতেই এই ডণ্ডীকাটা। এহেন ক্লাবের এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584