পূর্ব বর্ধমান জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী সফর ঘিরে জায়গা পরিবর্তন।

0
908

শ্যামল রায় বর্ধমান:
পূর্ব বর্ধমান জেলায় মাটি উৎসব এর পরে ফের জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি।
সভা শেষ করে চলে যাবেন বীরভূম জেলায়। বুধবার বীরভূম জেলার প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
শনিবার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ও প্রকাশ্য সভা ঘিরে সমস্যা তৈরি হতে পারে সেই কারণেই অনেক কাটছাঁট করা হয়েছে মুখ্যমন্ত্রীর পরিষেবা মুলক কিছু প্রদান অনুষ্ঠান।


তাই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলায় প্রশাসনিক আধিকারিকরা যথেষ্টভাবে তৎপর হয়ে উঠেছেন।
জেলার উন্নয়নের খতিয়ান একবার ঝালাই করে নিচ্ছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
সকলেই বলছেন দিদি মনি কখন কাকে কি প্রশ্ন করে কি জানতে চায় তার জন্য চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে পূর্ব বর্ধমান জেলার তেইশটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দের সাথে ও জনপ্রতিনিধিদের সাথে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই এই সফরের গুরুত্ব অপরিসীম এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন জেলার জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনিক কর্তাব্যক্তিরাও।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে এর আগে বর্ধমান সিউড়ী রোডে সাই কমপ্লেক্সে মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা ছিল।
প্রশাসনিক সভা যেমন হবে তেমনি প্রকাশ্যে জনসভা করার কথাও ছিল মুখ্যমন্ত্রীর।
শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর স্বপনের জায়গা পরিবর্তন হয়।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন যে আপাতত মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শুধু প্রশাসনিক সভা হবে। পরি সেবামূলক প্রদান অনুষ্ঠান হবে না। তাই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গুসকরা কলেজ মাঠে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার কুনাল আগরওয়াল জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে জেলাজুড়ে। এখন শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী আসছেন পূর্ব বর্ধমান জেলায় গুসকরা কলেজ মাঠে মঙ্গলবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here