সুদীপ পাল, বর্ধমানঃ
সেতুর নিচে একটি আস্ত বিমানের আটকে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ট্রলারে চাপিয়ে ইন্ডিয়া পোস্টের একটি বাতিল বিমান কলকাতা থেকে রাজস্থান নিয়ে যাওয়ার কথা ছিল।

দুর্গাপুরের কাছে ২ নম্বর জাতীয় সড়ক ধরে বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুর মেনগেট সংলগ্ন ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আচমকাই আটকে যায় বিমানটি।

আরও পড়ুনঃ দুটি রাজ্যের গদি হারিয়ে গেরুয়া সাম্রাজ্যের আলো কি অস্তগামী?
ঘটনার জেরে রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে দমদম থেকে বের করার সময় বিমানটির ক্ষেত্রে একই সমস্যা দেখা গিয়েছিল। তখন যশোর রোডে বাঁক নেওয়ার সময় বিমানটি সেখানে আটকে পড়ে।
এই ঘটনায় মুহূর্তেই জনসমাগম হয় এলাকায়। অনেকেই স্থলপথে এমন প্রকাণ্ড বিমানের উপস্থিতি দেখে চমকে যান। ফোন বের করে ফটোও তোলেন অনেকে। বর্তমানে চেষ্টা করা হচ্ছে ট্রলারের চাকা খুলে উচ্চতা কমানোর, যাতে ক্রেনের সাহায্যে বিমানটিকে বের করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584