সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ধমান শহরে ক্রিকেট অ্যাকাডেমি গড়তে উদ্যোগী হলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে প্রস্তাবের চিঠি দিয়ে আসা হয়েছে বলে জানালেন উপাচার্য নিমাই সাহা। সিএবি, বিসিসিআই-এর কাছে এই প্রস্তাব পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তাদের দাবি, সারাবছর বিশ্ববিদ্যালয় এবং ক্লাব স্তরে নানা ক্রিকেট প্রতিযোগিতা হয়। সম্প্রতি সিএবি পরিচালিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় কল্যাণীকে হারিয়ে প্রায় দু’দশক পর ট্রফি জিতেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের জন্মদিনের দ্বিশতবার্ষিকী পূরণ উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে ভীমমেলার আয়োজন
বর্ধমানের মোহনবাগান মাঠে ক্রিকেট অ্যাকাডেমি হলে খেলাগুলো সরাসরি পরিচালনা করা যাবে বলে জানান উপাচার্য। চিঠিতে আধুনিক অ্যাকাডেমি তৈরীর জন্য প্রায় চার কোটি টাকা সাহায্যের আর্জি জানানো হয়েছে।
বর্তমানে সিএবি পরিচালিত অ্যাকাডেমি রয়েছে কল্যাণী এবং খড়্গপুরে। বর্ধমানের ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হলে মাঠের অভাবে প্রতিযোগিতার উদ্যোক্তাদের যেরকম আর হাপিত্যেশ করতে হবে না তেমনি নতুন খেলোয়াড় উঠে আসার সুবর্ণ সুযোগও পাওয়া যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584