তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
ভোটে হার জিৎ থাকবেই তাই বলে কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের কর্মকান্ড যে গতিতে চলছে সেই গতিতেই চলতে থাকবে।
শনিবার কালিয়াগঞ্জ আবাসিক লজে উত্তর দিনাজপুর জেলার নব নির্বাচিত তৃণমূল সভাপতি তথা ইসলামপুর পৌর সভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বিশেষ এক দলীয় কর্মীসভায় এই কথা বলেন।এক প্রশ্নের উত্তরে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল বাবু বলেন, “সামনেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন।কংগ্রেসের প্রয়াত বিধায়ককে সম্মান জানিয়েও আমাদের তৃণমূল দল প্রার্থী দেবে।
কালিয়াগঞ্জ শহরে পৌরসভা স্থাপিত হবার পর থেকে যে ভাবে কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল পৌর বোর্ড শহরের উন্নয়নে যে কর্মযজ্ঞ করে যাচ্ছে তা এক কথায় অভাবনীয়।লোকসভা ভোট যে আবেগের ভোট হয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।আমরা দলীয় ভাবে তদন্ত করে দেখবো কেন তৃণমূলের পরাজয় ঘটলো।নুতন উদ্দমে আবার জনসংযোগ বাড়াতে হবে।
আরও পড়ুন: ডোমকলে সমবায় কৃষি উন্নয়ন সমিতির শাখার উদ্বোধন
মানুষের সুখে দুঃখে তাদের পাশে আমাদের থাকতে হবে।”
তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক পাল,বসন্ত রায়,অমিত দেবগুপ্ত,রাজেশ গুপ্ত ও কমল ঘোষকে নিয়ে ৫ জনের একটি কমিটি গঠন করা হয়।
এই কমিটির মূল কাজ হবে কালিয়াগঞ্জ শহরের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবে।যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তা সুধরাবার চেষ্টা তারা করবেন।কানাইয়ালাল আগরওয়াল বলেন মা মাটি মানুষের উন্নয়নের কথা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা রাজ্যের মানুষ কখনই তৃণমূল দলকে ভুলে যাবে না।
দলীয় কর্মীসভায় প্রবীণ তৃণমূল নেতারা যেমন উপস্থিত ছিলেন তেমনিভাবে তৃণমূলের শাখা সংগঠনের কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন।যদিও কোন এক অজ্ঞাত কারণে এই গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে তৃণমূল দলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যকে মিটিংয়ে দেখা যায়নি।উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক অসীম ঘোষ,দিলীপ কুন্ডু,কমল ঘোষ সহ অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584