নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পরিবেশমন্ত্রীর স্ত্রী সুমনা মহাপাত্র ৫০০টি নারকেল গাছের চারা এলাকাবাসীর হাতে তুলে দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের পাশে থেকে পরিবেশকে রক্ষা করার জন্যই এই চারা গাছ প্রদান বলে জানালেন কাউন্সিলর সুমনা মহাপাত্র।
এদিন সকালে মন্ত্রী সৌমেন মহাপাত্রর পাঁশকুড়ার বাড়িতে প্রায় পাঁচশো এলাকাবাসী উপস্থিত হয়ে নারকেল গাছের চারা গাছ সংগ্রহ করেন।এলাকাবাসীর হাতে নারকেল গাছের চারা তুলে দেন রাজ্যের পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং স্ত্রী সুমনা মহাপাত্র। আমপান ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছের। প্রচুর গাছপালা পড়ে যাওয়ায় পরিবেশের ক্ষতি হয়েছে। সেই পরিবেশকে আবার পুনরুদ্ধার করতে রাজ্যের পরিবেশ মন্ত্রী বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির প্রচারাভিযান
কিছুদিন আগেই ছিল পরিবেশ দিবস। সেই দিনটিকে উপলক্ষ করে কলকাতার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে কয়েক হাজার গাছ। পূর্ব মেদিনীপুর জেলায় কিছুদিন আগে ঝড়ের প্রভাবে কয়েক হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হলদিয়া এলাকায় কয়েক হাজার কাজে লাগানোর কথা জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584