শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মাসখানেকের বেশি সময় পেরিয়েও লড়াই জারি রেখেছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতা থাকার পরেও মাঝেমধ্যেই চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। আবার কখনো সামান্য কিছুটা শারীরিক অবনতি ঘটছে।
এর মধ্যেই শারীরিক পরিস্থিতির কথা বিচার করে বুধবার সফলভাবে শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার তার প্লাজমাফেরেসিস করা হবে। আশা করা হচ্ছে, প্লাজমাফেরেসিস সফল হলে অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে।
পরিকল্পনা মতোই আজ তাঁর ট্রাকিওস্টোমি একদম সফলভাবে সম্পন্ন হয়েছে বুধবার রাতে মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন চিকিত্সকরা। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ৮৫ বছর বয়সী অভিনেতাকে, আপতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুনঃ দর্শক দরবারে হাজির শাশ্বত-সোনালির ‘কফিন’
এদিনের অস্ত্রোপচার করেন নামী ইএনটি বিশেষজ্ঞ দীপঙ্কর দত্ত। অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়েছে। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস কার্য সম্পাদিত হয়। ট্রাকিওস্টোমি করার কারণে যে রক্তক্ষরণ, তা নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, কিডনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ, বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ জলসার পর্দায় বাংলা নাটক, শুরুতেই ‘অ্যান্টনি কবিয়াল’
তবে রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। শরীরের বাকি সমস্ত অঙ্গপ্রতঙ্গে কোনও সমস্যা নেই। নেই জ্বর। রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক। প্লাজমাফেরেসিস পদ্ধতির পর সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে কিছুক্ষণের জন্য ভেন্টিলেশন থেকে বের করে আনার চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584