নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সবুজায়ন রক্ষার্থে প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে পথে নেমে প্রচার।প্লাস্টিক বন্ধের সচেতনতামূলক মিছিলে হাঁটলেন স্বয়ং বিডিও।

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেয় প্রধান যুথিকা পাল প্রধান,পঞ্চায়েত সদস্য সদস্য সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে এলাকার বিশিষ্টজনেরা।
মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ।প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জন,সব প্লাস্টিকের তৈরি জৈব অভঙ্গুর পদার্থ ব্যবহার কমানো সহ পরিবেশ দূষণ রোধের বিশেষ মিছিলে মূলক মিছিল সারা বেলদা পরিক্রমা করে।
আরও পড়ুনঃ নারীর পক্ষে এক আওয়াজ ‘নিষ্ঠা’র
পরবর্তীকালে প্লাস্টিক ব্যবহার নিষেধাজ্ঞা জারি করে বেলদাকে প্লাস্টিক মুক্ত করে নব প্রজন্মের কাছে সুন্দর বেলদা উপহার দিতে বদ্ধপরিকর ব্লক প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584