মা কালীর গলায় প্লাস্টিক জবার মালা

0
891

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
শ্যামা মায়ের গানের কলিতেই ভেসে ওঠে ” মায়ের পায়ে জবা হয়ে হোক না ফুটে মন ” জবা ফুল ছাড়া শ্যামা মায়ের আরাধনাই যেন অধরা থেকে যায়।মায়ের পুজোর ফুলের মধ্যে জবা আবশ্যিক।জবার মালা মায়ের গলায় না পরালে পুজোই সম্পূর্ণ হয়না কিন্তু হাজার হাজার কালীপ্রতিমার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ জবা ফুল।গাঁদাফুলের মতো জবাফুলের চাষ তো হয়না।ফলে আকাল দেখাই যায় মায়ের পায়ের জবার।তাই সেই লাল টকটকে জবাফুলের প্রয়োজন মেটাতে বাজারে এসেছে কৃত্রিম প্ল্যাস্টিকের জবাফুলে মালা।প্ল্যাস্টিকের জবার মালা দেদার বিকাচ্ছে ঝাড়গ্রাম বাজারে।

প্লাস্টিকের জবা মালা। নিজস্ব চিত্র

প্লাস্টিকের সিঁদুর রঙের জবায় ভরে রয়েছে ঝাড়গ্রাম বাজার, ৮ থেকে ১০ ফুটের লম্বা জবার মালা নিয়ে হাজির ফুল বিক্রেতারা।কালীপুজোর আগে বাজারে জবার ঢল নামলেও বিক্রেতারা জানাচ্ছেন,এ বার প্লাস্টিকের জবা ফুল ও জবার মালার দাম থাকবে অন্য বারের তুলনায় অনেকটা বেশি।

আরও পড়ুনঃ অন্ধকারে মাটির প্রদীপের ভবিষ্যৎ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here