শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
প্লাস্টিক দুধ,প্লাস্টিক ডিম,প্লাস্টিকের বাঁধা কপির পর এবার বালুরঘাটে খোঁজ মিলল প্লাস্টিকের পনিরের।বালুরঘাটের যুব সংঘ পাড়ার বাসিন্দা শিবা দেবের পিসির বাড়িতে গতকাল রাতে ১০ ই মার্চ বাজার থেকে পনির কিনে আনা হয়। তা আজ রান্না করাও হয়।এর পর সেই পনিরের তরকারি শিবা বাবুর ভাগ্নে তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পার্থ খেলে তার পেটের গোলযোগ দেখা দেয়।তখন শিবা বাবু সন্দেহের বশে এক টুকরো পনির পুড়িয়ে দেখলে দেখেন পনির তো পুড়ছেই না উল্টে সেই পনির থেকে প্লাস্টিকের পোড়া গন্ধ বের হচ্ছে।এরপর শিবা বাবু সংসদ মাধ্যমে বিষয়টি জানান।সংবাদমাধ্যম তার বাড়িতে গেলে তাদের সামনেও শিবা বাবু পরীক্ষা করে দেখান।
আরও পড়ুনঃ সার্ফ এক্সেলের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, আবারও দ্বিখণ্ডিত নেটিজেন মহল
শিবা বাবুর বক্তব্য যে ভাবে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে তার বিহিত চাইতেই শিবা বাবু সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন।আর এই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করে সেই দাবিও তুলেছেন শিবা বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584