মধ্যাহ্ন ভোজে বেরিয়ে এল প্লাস্টিক ভাত, আতঙ্ক রায় পরিবারে

0
100

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

plastic rice identify when eating lunch | newsfront.co
দুপুরে খেতে বসার সময়। নিজস্ব চিত্র

ফের প্লাস্টিকের ভাতের আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর এলাকায়। মেচেদা রায় পরিবারের এক বাড়িতে দুপুরে খাওয়ার সময় শক্তপোক্ত ভাত অনুভব করে পরিবারের লোকজন। সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের ডাকা হয়।

plastic rice identify when eating lunch | newsfront.co
প্লাস্টিক ভাত। নিজস্ব চিত্র

এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন এ প্লাস্টিকের বাঁধাকপির ছবি ধরা পড়েছিল। সেই একই প্রতিচ্ছবি লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর এলাকায়। জানা গেছে এলাকার রায় পরিবারে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ সাগরদীঘিতে কালভার্টের নীচ থেকে মহিলার দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ

plastic rice identify when eating lunch | newsfront.co
সুকুমার রায়। নিজস্ব চিত্র

রায় পরিবারের কর্ণধার সুকুমার রায়ের বক্তব্য, ব্যাপারটা দুপুরবেলা খাওয়ার সময় বুঝতে পারি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আমরা। তবে বাড়ির মহিলারা রান্নার সময় এটা ধরতে পারেননি। খাওয়ার সময় ব্যাপারটা বোঝা যায়। সরকারের কাছে আমরা অনুরোধ করছি, এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য প্রশাসনের এসব ব্যাপারে নজর দেওয়া উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here