অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
নর্থ ইস্ট ম্যাচ জিতে খুশি এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। নতুন বছরের প্রথম ম্যাচ জিতে হিরো আইএসএল টেবলের শীর্ষে পৌঁছনোর পরে স্প্যানিশ কোচ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “প্রথমার্ধে আরও ব্যালান্সড ফুটবল খেলা উচিত ছিল।
সেটা আমরা বেশি ভাগ ম্যাচে খেলতে পারছি না বাকি ম্যাচগুলোতে যাতে এটা না হয় চেষ্টা করবো। কিন্তু দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে আমাদের ছেলেরা। আজ সব মিলিয়ে ভাল পারফরম্যান্স হয়েছে আমাদের।“ এপর্যন্ত যে দশটি গোল করেছে এটিকে মোহনবাগান, তার মধ্যে ন’টিই দ্বিতীয়ার্ধে এসেছে।
আরও পড়ুনঃ প্রতিবাদ টিম ইন্ডিয়ার, ব্রিসবেনে খেলতে যেতে চায় না তারা
এর ব্যাখ্যা দিতে গিয়ে হাবাস বলেন, “গ্যালারি ফাঁকা থাকায় ছেলেরা খেলায় ঠিকমতো গতি আনতে পারে না সব সময়। ওদের জন্য গলা ফাটানোর জন্য কেউ থাকে না বলে হয়তো কিছুটা উৎসাহের অভাব হয়। এই পরিবেশে ধাতস্থ হতে না পারলে খেলায় সেই তীব্রতা আসে না। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠতে পারে।“
আরও পড়ুনঃ এখনও বিপক্ষকে আগের মত স্লেজিং করছেন শ্রীসন্থ
ফিজিয়ান অলিম্পিয়ান রয় কৃষ্ণা এ দিন তাঁর ষষ্ঠ গোলটি করেন। তাঁর ওপর দল বেশিই ভরসা করে ফেলছে কি না, জানতে চাইলে হাবাস বলেন,“রয় আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেই গোল করুক, তা দলের হয়েই করছে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584