পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

বল ভেবে খেলা করতে গিয়ে বোমা ফেটে আহত হ’ল দেব বর্মন নামে এক শিশু। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উত্তর রূপাহার গ্রামে।আহত কিশোরকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।জানা গিয়েছে, রবিবার দুপুরে দুই ভাই বোন মিলে এলাকার একটি আম বাগানে খেলা করছিল। সেখানে তারা একটি বলের মত বস্তু দেখতে পায়।সেটিকে নিয়ে এসে খেলতে গেলেই বোমাটি ফেটে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকাও।ধোঁয়ায় ভরে যায় চারপাশ।শব্দে পেয়ে এলাকার মানুষ সেখানে ছুটে আসেন। দেবের হাত থেকে অঝড়ে রক্ত ঝরতে দেখে স্থানীয়রাই তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।খবর পেয়ে এলাকায় ছুটে যান রায়গঞ্জ থানার পুলিশ।কি কারনে এখানে এই বোম রাখা হয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।স্থানীয় মানুষের ধারনা দুষ্কৃতীরাই এখানে বোমাটি মজুত করেছিল।

আরও পড়ুন: অভিযোগ,মায়ের অবৈধ সম্পর্কের বলি শিশু সন্তান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584