নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘সোশ্যালিস্ট’ এবং ‘সেকুলার’ এই দুটি শব্দ সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ দেওয়ার জন্য মামলা হল সুপ্রীম কোর্টে। এই জনস্বার্থ মামলাতে বলা হয়েছে ভারতে কমিউনিস্ট মতবাদ সোশ্যালিজম কোনো ভাবেই প্রযোজ্য নয়।
একই ভাবে “সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ” শব্দটি ও সংবিধানের প্রস্তাবনায় অপ্রয়োজনীয়। এই দুটি শব্দই যোগ করা হয়েছিল সংবিধানের ৪২তম সংশোধনীতে।
আরও পড়ুনঃ মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ জওয়ান, আহত ৫
এই মামলায় আরও বলা রয়েছে সংবিধানের ১৯(১) (ক) ধারায় স্পষ্টভাবে মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষিত এবং ২৫ ধারা অনুযায়ী নিজস্ব ধর্ম পালনের অধিকার সুরক্ষিত। কিন্তু ‘সেকুলার’ শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের পরিপন্থী এবং ভারতীয় আর্থ সামাজিক পরিস্থিতির সঙ্গে একাত্ম নয়। এডভোকেট শ্রী বিষ্ণু শংকর জৈনের মাধ্যমে মামলাটি নথিভুক্ত হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584