ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মুখে মাস্ক পরে তিনি ভিডিও কনফারেন্সে যোগদেন।
করোনা প্রকোপ ঠেকাতে করনীয় কর্তব্য বিষয়েই আজকের মিটিং। দেশে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের পূর্ব ঘোষিত মেয়াদ।
বুধবার থেকে কী হবে? লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে, নাকি ধাপে ধাপে তা তুলে দেওয়া হবে? এ সব বিষয়কে সামনে রেখেই এ দিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী।
Prime Minister @narendramodi holds meeting with Chief Ministers through Video Conferencing.#COVID19Update pic.twitter.com/g91EGKfKM3
— All India Radio News (@airnewsalerts) April 11, 2020
ভিডিয়ো কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে, জগনমোহন-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এ দিন মাস্ক পরে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই গত বৃহস্পতিবার ওড়িশা লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পঞ্জাবও। ওই পথে হেঁটে লক়ডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষেই সওয়াল করছে রাজস্থান, ছত্তীসগঢ়ও।
অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে বা তা ধাপে ধাপে তুলে দেওয়ার পক্ষে। সেই সঙ্গে বৈঠকে অর্থ সাহায্যের অঙ্ক বাড়ানোর দাবিও উঠতে পারে। করোনা সংক্রমণে রাশ টানতে আরও টেস্ট বাড়ানোর প্রয়োজন বলেও মুখ্যমন্ত্রীদের মত।
পূর্বে, গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিয়ো-বৈঠক করেন প্রধানমন্ত্রী। সে সময় লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চান প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584