নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কেন্দ্রীয় বাজেটে মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা, ‘প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প’ দেশের সার্বিক পরিকাঠামোগত উন্নতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ২০২২-২৩ আর্থিক বছরের মধ্যে এই মাস্টার প্ল্যানের আওতায় ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক বাড়ানো হবে। ১০০ লক্ষ কোটি টাকার এই গতি শক্তি প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গতি শক্তি হল একটি নতুন পদ্ধতি, যা সড়ক, রেল, বন্দর, বিমানবন্দর, গণপরিবহন, নৌ পথ এবং লজিস্টিক পরিকাঠামোকে একসঙ্গে নিয়ে কাজ করে। এই সাতটি ‘ইঞ্জিন’ একসঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন আরও বলেন দেশে কর্মসংস্থান আনতে প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পের ভূমিকার কথাও বলেন। ২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো আধুনিকীকরণের জন্য সরকারি বিনিয়োগের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ ‘প্রধানমন্ত্রী ই-বিদ্যা’ প্রকল্পে টিভি চ্যানেল, ডিজিটাল বিশ্ববিদ্যালয়- ঘোষণা বাজেটে
তাঁর মতে, “প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং যুবকদের জন্য আরও চাকরি ও কর্মসংস্থানে সুযোগ করে দেবে।”উল্লেখ্য, বাজেটে ৬০ লক্ষ কর্ম সংস্থানের লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের একথাও বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584