বেসরকারি ল্যাবগুলির বিনামূল্যে করোনা পরীক্ষা করা উচিৎ, মত শীর্ষ আদালতের

0
38

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবে বিনামূল্যে পরীক্ষা করানোর নির্দেশ দিতে চলছে সুপ্রিম কোর্ট। একইসাথে করোনা পরীক্ষা নামে বেসরকারি ল্যাবগুলি যাতে অত্যধিক অর্থ না নিতে পারে সেই বিষয়ে কেন্দ্রকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

The supreme court | newsfront.co
প্রতীকী চিত্র

সংবাদ সূত্রে জানা যায় যে, বিনামূল্যে করোনা চিকিৎসার দাবি জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন আইনজীবী শশাঙ্ক দেও সুধি। তাঁর আর্জি ছিল, কেন্দ্রি করোনা আক্রান্ত দেশবাসীর চিকিৎসার ব্যয়ভার বহন করুক।

সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন সুপ্রিমকোর্টে বিচারপতি অশোকভূষন ও এস রবীন্দ্র ভাটের বেঞ্চ জানায়, বেসরকারি ল্যাবগুলির বিনামূল্যে করোনা পরীক্ষা করা উচিৎ।

প্রথমে দেশে দিনে ১১৮টি ল্যাবে দিনে ১৫ হাজার করে নমুনা পরীক্ষা করা হচ্ছিল। পরে সেই মাত্রা আরও বাড়ে। বর্তমানে ৪৭টি বেসরকারি ল্যাবরেটারি কোভিড-১৯ পরীক্ষার ছাড়পত্র দেওয়া হয়। বেসরকারি পরীক্ষাকেন্দ্রে করোনা পরীক্ষার খরচ সাড়ে চার হাজার টাকা।

নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে জানিয়েছে যে, সাধারণ নাগরিকের পক্ষে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করা ছাড়া কোনও বিকল্প নেই। জীবন রক্ষার তাগিদে বহু মানুষ বেসরকারি ল্যাবগুলিতে পরীক্ষা করাচ্ছেন অতিরিক্ত অর্থের বিনিময়ে।

আগামী কয়েকদিনে ব্যাপকমাত্রায় করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তার আগেই এই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিমকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here