জি-২০ বৈঠকে আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের প্রভাব রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান মোদীর

0
57

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

জি২০-র ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। স্বাভাবিকভাবেই বৈঠকে উঠে আসে আফগানিস্তানের প্রসঙ্গ। বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, “আফগানিস্তানের মাটি যেন জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত না হয়। এই দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।” আফগানিস্তানের বাসিন্দাদের বর্তমান পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi
ছবিঃ পিটিআই

জি২০ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক মহলের কাছে সন্ত্রাসের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক যথেষ্টই ভালো ছিল আশরফ গনির সময় পর্যন্ত। হয়। আফগানিস্তানের উন্নয়নে বহু বিনিয়োগও করেছে ভারত। বর্তমানে তালিবান অধিকৃত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্ট হল মোদীর কথায়।

আরও পড়ুনঃ চাপের মুখে পড়েই বাল্য বিবাহ নথিভুক্ত আইন প্রত্যাহার রাজস্থান সরকারের

মঙ্গলবার জি২০ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক মহলের কাছে মূলত মোদীর আর্জি, আফগানিস্তানের পরিস্থিতির উপর কড়া নজর রাখা উচিত যাতে তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে না পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here