নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দুজনেই একে অপরকে ‘বন্ধু’ বলেই সম্বোধন করেন, তাঁদের বন্ধুত্ব আন্তর্জাতিক মহলে সর্বজনবিদিত। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বিডেন, নির্বাচনে হেরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে বন্ধু নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মানে ভূষিত করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ লিজয়ন অফ মেরিট (Legion of Merit)’ সম্মান প্রদান করলেন ডোনাল্ড ট্রাম্প। দু’ দেশের কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলা ও ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরায় তাঁর নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে এই সম্মান প্রদান করলেন ট্রাম্প।
আরও পড়ুনঃ আইন প্রত্যাহার না হলে বরিসকে আসতে মানা
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। হোয়াইট হাউসে তাঁর হাতে পুরস্কার তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়েন। টুইটারে রবার্ট ও’ ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্যই এই সম্মান প্রদান।
ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব বারবার সবার নজরে এসেছে। করোনা প্রাক্কালে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান নিয়ে বিতর্কও কম হয়নি।
আরও পড়ুনঃ লকডাউনে পরোপকারী সাংসদ তালিকায় রাহুল-মহুয়া
করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনজয় ‘বন্ধু’ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিমারী পরিস্থিতিতে একে অপরের হাত ধরে কাজ করা যে কতটা জরুরি, সে সম্পর্কে টুইটে উল্লেখও করেন নরেন্দ্র মোদী। এর আগে, করোনা পরিস্থিতিতে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়েছিল ভারত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584